admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার সিডনি শহরে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক, রেল ও ফেরি যোগাযোগ বিঘ্নিত হয়ে ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। বৃষ্টির ফলে দাবানলও আর হুমকি নয়। গত চারদিনে ৩৯১ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় এক লাখ বাড়ি বিদু্যৎবিহীন হয়ে পড়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার সকালে সিডনির রেল ও ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে। সিডনির প্রধান স্টেশনের কয়েকটি পস্ন্যাটফর্ম পানিতে তলিয়ে গেছে। শহরটির বহু স্কুল বন্ধ রাখা হয়েছে। সোমবার সিডনির কেন্দ্রস্থলে বৃষ্টি থামলেও সপ্তাহজুড়ে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টি এসব দুর্যোগের কারণ হলেও নিউ সাউথ ওয়েলসজুড়ে জ্বলতে থাকা বেশ কয়েকটি দাবানল এর ফলে তেজ হারিয়েছে অথবা নিভে গেছে। ফলে এই রাজ্যে এখনো যে ৩১টি দাবানল সক্রিয় আছে, তার কোনোটিকেই আর হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। বৃষ্টিপাত কয়েক বছর ধরে খরায় ভোগা অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থাকেও সচল করে তুলেছে।