সামাদ হাওলাদার, সিঙ্গাপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
সিঙ্গাপুর সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (CNB) চার দিনের ধারাবাহিক অভিযানে বিভিন্ন মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে মাদক-সংক্রান্ত অভিযোগে সাতজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় সিএনবি।
জানা যায় গ্রেপ্তার কৃতরা সাতজনই বাংলাদেশি পুরুষ ,যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনটি পৃথক অভিযানে জুরং ওয়েস্ট, সেলেটার ও চোয়া চু কাং এলাকার ডরমিটরিগুলোতে অভিযান চালানো হয়।
সোমবার জুরং ওয়েস্ট এলাকার একটি মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক সেবনের সন্দেহে গ্রেপ্তার করা হয়।