admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৭:৩৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ১০ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫৮ হাজার ২৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন৷ তবে রবিবার নতুন আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
রবিবার আক্রান্তদের মধ্যে সবাই বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷ ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ তবে আইসিইউতে নেই কেউ ৷ ২১ জনের শারীরিক অবস্থা ভালো। করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কমিউনিটি সুবিধায় রাখা হয়েছে।