admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ
একদিনে করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তে রেকর্ড হয়েছে সিঙ্গাপুরে। প্রায় দু’মাস ধরে দেশটিতে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি ঠেকাতে নানা রকম কঠোর পদক্ষেপ নেয়ায় রোগী সংখ্যা কম ছিলো। দেশটির উন্নত চিকিৎসা ব্যবস্থার করণে আক্রান্তরা এমনকি লাইফ সাপোর্টে যাওয়া রোগীদের অবস্থারও উন্নতি হচ্ছিলো। কিন্তু বুধবার আচমকা সিঙ্গাপুরে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ার ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য বিভাগ। সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক আব্দুর রহিম মানবজমিনকে জানান, এ পর্যস্ত সিঙ্গাপুরে ৩১৩ করোনা রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু একদিনের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বুধবার। দেশটির স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্য উপাত্ত শেয়ার করে তিনি জানান, বুধবার সিঙ্গাপুরে সর্বোচ্চ ৪৭ জন করোনা আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন আক্রান্তের মধ্যে ৩৩ জনই অন্য দেশের সাথে লিংক। এর মধ্যে ৩০ জন সিঙ্গাপুরের বাসিন্দা, যারা বিদেশে সংক্রামিত হয়ে সিঙ্গাপুরে এসেছেন বলে নিশ্চিত তথ্য পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তদে মধ্যে সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক, (চজ) স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদী পাস হোল্ডার রয়েছে। এর মধ্যে ১৯ জন ইউরোপ ভ্রমন করেছেন। ৬ জন উওর আমেরিকায় এবং ৬ জন আসিয়ান দেশ ভ্রমণ করেছিলেন। ৯ জন পূর্বের রোগীদের সাথে লিংক রয়েছে এবং ৫ জনের লিংক এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় উন্নয়নমন্ত্রী লরেন্স ওয়াং উদ্বেগ প্রকাশ করে বলেন, আজকের বেশীরভাই অন্য দেশে সংক্রমিত হয়ে সিঙ্গাপুরে ফিরেছেন এবং বেশিরভাগই সিঙ্গাপুরের স্থানীয় বাসিন্দা। এইভাবে বাহিরের দেশ থেকে সংক্রমন হবার সংখ্যা বাড়তে থাকলে আমরা আরও ঝুঁকি নেয়ার সামর্থ রাখতে পারি না। স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ংয়ের মতে, ৪৭ জন এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। তবে এই সংখ্যাটি আরো বাড়তে পারে।
কারন স্টি-হোম নোটিশ এবং বর্তমান ভ্রমণ পরামর্শদাতার পরিচয় দেয়ার আগেই অনেক বাসিন্দা সিঙ্গাপুরে ফিরে এসেছেন। সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত মতে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন পৃথিবীর যে কোন দেশ থেকে সিঙ্গাপুরে এলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।এই নিয়ম সিঙ্গাপুরে বসবাসকারী স্থানীয় ও অভিবাসী সকলের ক্ষেত্রে প্রয়োজ্য হবে। শুক্রবার থেকে এই হোম কোয়ারেন্টাইনে থাকা প্রযোজ্য হবে।