admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও দৃষ্টি শক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল চলাকালীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও দৃষ্টি শক্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

সাভার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ও সাভার উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব হাজী লিয়াকত হোসেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ।
সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোঃ শরিফুল হাসান ও ডাক্তার আমিনুল ইসলাম সুপার মেডিকেল হসপিটাল। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ, সরকারি প্রধান শিক্ষক আলি হাসান ফেরদৌসি। চক্ষু বিশেষজ্ঞ ফরহাদ হোসেন বলেন ২.৫ নিউ ভিশন জেনারেশন পক্ষ থেকে যে সকল ছাত্র-ছাত্রীদের দৃষ্টি পরীক্ষা শিবির এর মাধ্যমে দৃষ্টি শক্তি, ওজন, পরিমাপ, চোখে কম দেখা অথবা কাছে দেখে দূরে দেখে না চোখে পানি আসে তাদের চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ১৬০ জন ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয় এর মধ্যে ৩২ জনের চোখের সমস্যা ধরা পড়ে।
তেঁতুলঝরা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের কে ব্লাড টেস্ট পরামর্শ প্রদান করা সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়, এ সময় ৪০০ জন শিক্ষার্থীদের রক্তের গ্রুপের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।