admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ
সাভারে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে মেয়ে শিক্ষার্থীদের কাবাডি ও ছেলেদের হ্যান্ডবল খেলার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহ-ধর্মিনী শ্রীবণী ইসলাম। উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ খেলা শুরু হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেন সাভার উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। খেলা দুটি দেখার জন্য তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহার,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,তার সহ-ধর্মিনী পারুল আক্তার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।