admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: সাভারে এক আটোরিকসা চালককে হত্যার ঘটনায় পাঁচ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। দুপুরে আশুলিয়ার নবীনগর র্যাব ৪ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ।
তিনি জানান,গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি রাস্তায় চলাচলকারী অটোরিকসা চালক রমজান আলীর অটো ভাড়া নেন যাত্রীবেশী দুর্বৃওরা। পরে তাদেরকে নিয়ে অটোরিকসাটি কাইশারচর এলাকায় পৌছলে দুর্বওরা চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকসাটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অজ্ঞাত আসামীদের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা পুলিশের পাশাপাশি র্যাব ও ছায়া তদন্ত শুরু করেন। পরে ভোর রাতে রাজধানী ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী,রাজু, মহসিন,নুর আলম,ইসমাইল ও আক্তার। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। দুপুরে আসামীদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।