admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ করোনা মহামারির কারণে মানুষ দৃর্ঘ্য দিন বিনোদন থেকে পিছিয়ে থাকায় মহান আল্লাহ পাকের রহমতে ঈদুল আজহার পরের দিনও অনেকেই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাভারের বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্রে। সাভারের যমুনা ন্যাচারাল বিনোদন পার্ক আমিনবাজার বলিয়াপুর ভাকুর্তা ও হেমায়েতপুর ও ঢাকার কাছাকাছি হওয়াতে ঈদ বিনোদন প্রেমীরা এই পার্কে ভিড় জমান ।
সাভারের যমুনা ন্যাচারাল পার্ক উৎসবমুখর হয়ে উঠেছে। এই পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু নগর কোলাহল থেকে একটু দূরে বিনোদন কেন্দ্রে আনন্দে মেতে উঠেছেন। সকাল থেকে এই পার্কে বিনোদনপ্রেমীদের উপস্থিতি ছিল অন্যবাবের চেয়ে বেশি। ভেতরে বিভিন্ন রাইডসে চড়তে টিকিট সংগ্রহের পর লম্বা লাইন দেখা গেছে। প্রায় সব রাইডসে যেন মানুষের ভির। পার্কের চারপাশে লোক সমাগম বেশি দেখা গেছে।
যমুনা ন্যাচারাল পার্কের এমডি মোঃ রহিছ উদ্দিন বলেন, গত দুই বছরের চেয়ে এবারের ঈদে দর্শনাথী বেশি। কারণ, গত দুই বছরে মানুষ বাসা থেকে বের হতে পারেনি, আমরাও পার্কে দর্শনার্থী পাইনি। এবার ঈদে টার্গেট রয়েছে সবচেয়ে বেশি দর্শনার্থী পাওয়ার।তিনি আরোও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে শাখা রাস্তায় না থাকায় এখানে সিএনজি অটো লেগুনা রিক্সা বা বাস থামতে পারে না ফলে দর্শনার্থীদের আসতে বিড়ম্বনার সৃষ্টি হয়। তবে আমাদের পরিবেশ অনেক সুন্দর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তাই সবাই পরিবার-পরিজন নিয়ে যমুনা ন্যাচারাল পার্কে বেড়াতে আসবেন।