হোম
নির্বাচিত কলাম

সম্পাদকীয়ঃ কুরবানীর ইতিহাস ও তাৎপর্য এবং আমাদের করণীয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুলাই, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সম্পাদকীয়ঃ কুরবানী (আরবি: قربانى‎‎), কুরবান অথবা আদ্বহা বা আযহা ( أضحية) কে ইসলামী আইন হিসাবে উল্লেখ করা হয়, যা ঈদ উল আযহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান। ইসলামি মতে কুরবানী হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা। মুসলমানদের পবিত্র আল কোরআনের তিনটি স্থানে কুরবানির উল্লেখ আছে যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজ বোঝাতে যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ঈদ উল আযহার নির্দিষ্ট দিনের বাইরে খাওয়ার জন্যে পশুহত্যা কে ইসলামে জবেহ বলা হয়ে থাকে। কুরবানি।

ভেতরে লুকিয়ে আছে পিতা পুত্রের অসীম ত্যাগের ইতিহাস।ঐশীপ্রেমের মালা গাঁথার অতুলনীয় এক বিরল দৃষ্টান্ত রয়েছে এই ইতিহাসে। শাশ্বত চেতনার এই কুরবানি যুগে যুগে মুসলিম উম্মাহর চেতনাকে শানিত করেছে।এখনো পৃথিবীর সবখানে এই পুণ্যের বিধান সগৌরবে প্রতিষ্ঠিত রয়েছে। ইতিহাসের পাতায় একটু নজর দেওয়া যাক।জীবন সায়াহ্নবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রিয় খলীল ইবরাহিম আলাইহিস সালাম আকুল আবেগে একটি পুত্রসন্তানের মিনতি জানালেন।আল্লাহ তায়ালা তার হৃদয়ের আকুলভরা মিনতি কবুল করলেন।দান করলেন তাকে সুবুদ্ধির একটি পুত্রসন্তান।পবিত্র কোরআনে সে কথাই বর্ণিত হয়েছে কী সুন্দর ধাপে ধাপে। ইবরাহিম বলল; হে’ আমার প্রতিপালক! আমাকে একজন সৎকর্মপরায়ণ সুসন্তান দান করুন।অতঃপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। (সূরা সাফফাত; ১০০- ১০১)

 

বার্ধক্যের অমন জরাজীর্ণ সময়ে ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পুত্র সন্তানের সুসংবাদ সত্যিই আকাশপুষ্ট নেয়ামত ছিল। বিবি হাজেরার মাতৃগর্ভে জন্ম নিলো ফুটফুটে এক পুত্র সন্তান। ইবরাহিম আলাইহিস সালাম চোখভরে পুত্রের দিকে তাকিয়ে দেখেন।তবুও মনের ব্যকুল আশ মিটে না।দু’চোখ কেবল নির্বাক হয়ে তাকিয়েই থাকে।হৃদয়ের মানিককে বুকে জড়িয়ে আটকে রাখেন।পরম আদরে ক্ষণে ক্ষণে কপালে চুমু দেন। পুত্রস্নেহের এমন আনন্দঘন মুর্হূতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো—তিনি যেন স্ত্রী ও সন্তানকে নির্বাসনের জন্য সবুজহীন উপত্যকায় রেখে আসেন।

ইবরাহিম ভাবনায় পড়ে যান এতটুকু শিশুকে কীভাবে বিজন মরুভূমিতে রেখে আসবেন! তবুও আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না, মানতেই হবে।মনের প্রবল ইচ্ছেটুকু আল্লাহর জন্য সঁপে দিয়ে বিবি হাজেরা ও আদুরে ইসমাঈলকে উটের পিঠে নিয়ে রওনা হোন।চলতে চলতে ‘ফারান’ মরুপ্রান্তরে আসেন। চোখের সামনে আদিগন্ত বৃক্ষহীন ধূ—ধূ প্রান্তর রাশি রাশি বালু চিকচিক করছে। আল্লাহর নির্দেশের সামনে মনের ব্যকুল ইচ্ছে থাকা সত্ত্বেও বিবি হাজেরা ও ইসমাঈলকে সেখানেই রেখে এলেন।

জীবনের চঞ্চল শৈশবে শিশু ইসমাঈল ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল।তারপর যখন একটু আধটু উপলব্ধির বয়সে উপনীত হলো।তখন একদিন ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হোন—তিনি যেন সবচে’ প্রিয় বস্তুকে কুরবানী করেন।নবীদের স্বপ্ন ছিল।তাই নবীগণ স্বপ্নে যা দেখতেন, সেটা ওহী হিসেবে গণ্য হতো। স্বপ্ন দেখার পর তিনি বুঝে ফেললেন—সবচে’ প্রিয়বস্তু কোনটি? কুরআন সে কথা বলেছে—পিতা পুত্রের কথোপকথন। ‘তারপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইবরাহিম বললেন; পুত্র আমার! আমি স্বপ্নে দেখি, তোমাকে জবাই করছি।একটু ভেবেচিন্তে বলো, তোমার কী অভিমত! পুত্র বললো; আপনাকে স্বপ্নে যা নির্দেশ দেয়া হয়েছে, আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। (সূরা সাফফাত; ১০২)

আহা, পিতাপুত্রের কী অমায়িক ভালবাসা ছিলো।পিতা আল্লাহর হুকুমের কাছে সর্মপিত।পুত্র সে স্বপ্ন বাস্তবায়নে নিজ থেকেই অর্পিত—আগুয়ান।পিতার প্রতি আনুগত্যের এমন উপমা পৃথিবীর আর কোন কালে ছিল কী? ধীরে ধীরে চলে এলো কাঙ্ক্ষিত দিন। ‘জিলহজ্জের দশতারিখ’ আল্লাহর আদেশ বাস্তবায়নে পিতাপুত্র চলে গেলেন মিনাপ্রাঙ্গণে। এবার স্বপ্নাদিষ্ট হুকুমকে পূর্ণতা দেবার পালা।ইবরাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছেন। এক্ষুণি প্রিয়পুত্রের গলায় ছুরি চালাবেন। প্রিয় পাঠক! আপনাকে এখানে একটু থামাতে চাই।ইবরাহীম আলাইহি ওয়াসাল্লাম এই অসীম ত্যাগ কার জন্য?

সকল মায়া ভালবাসা ছেড়ে নিজের সবচে’ প্রিয়বস্তুকে আল্লাহর সামনে অর্পন করলেন। কিসের জন্য এত এত মায়া—মুহব্বত বিসর্জন দিলেন। আমরা কেন এমন হতে পারি না! চেষ্টা করি না ইবরাহিমের মতো আত্মত্যাগী হতে! আজ এখানে দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ করি। ইবরাহিমী চেতনায় উদ্দীপ্ত হতে পারি। আকাশ পৃথিবী সেসময় কি একটু থেমে গিয়ে ছিলো? অবাক হয়ে তাকিয়ে ছিলো, পিতাপুত্র অবিস্মরণীয় ইতিহাসের দিকে?! আল্লাহ তায়ালা পিতাপুত্রের এই কুরবানি কবুল করলেও বালক ইসমাঈলের জীবন কবুল করলেন না।বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে তাকে প্রাণমুক্ত করে করে পিতার কাছে ফিরিয়ে দেন।

কুরআনে বর্ণিত ভাষায়— যখন তারা উভয়ে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করল এবং ইবরাহিম তার পুত্রকে কাত করে যমীনে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম। হে’ ইবরাহিম! তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে! এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি।নিশ্চয় এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে পুত্র ইসমাঈলকে মুক্ত করলাম।একটি কোরবানির বিনিময়ে। আর আমি এটাকে ঈদুল আযহাতে কোরবানি করার রীতি প্রবর্তন করে পরবর্তীদের স্মরণে রেখেছি। (সূরা সাফফাত; ১০৩- ১০৮) আল্লাহ তায়ালা পিতাপুত্রের এই অসীম ত্যাগ ও আনুগত্যের চেতনাদীপ্ত শিক্ষাকে পৃথিবীর বুকে চিরন্তর করে রাখতে চাইলেন।যুগের ধারাবাহিকতায় পশু কুরবানিকে মুসলিম উম্মাহের জন্য তাদের আত্মসমর্পনের শিক্ষা বানালেন।

কুরবানীর তাৎপর্য ও ফযীলতঃএক হাদীসে আছে, সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিআল্লাহু আনহু বলেন, একবার সাহাবীগণ আরজ করলেন; ইয়া রাসুলুল্লাহ! কুরবানির রহস্য কী? নবীজি বললেন; এটা তোমাদের পিতা হযরত ইবরাহিম আলাইহিস সালামের সুন্নত।

তারা বললেন; এতে আমাদের লাভ কী?

নবীজি বললেন; কুরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি পাবে। তারা পুনরায় বললেন; ছাগল—ভেড়ার পশমের কী বিধান কী? তিনি বললেন; এগুলোর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাবে! কত বড় ফযীলতের কথা হাদিস শরীফে উল্লেখিত হয়েছে।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরতের পর মদীনায় দশ বছর ছিলেন, সেখানে অবস্থানকালে প্রতিবছরই কুরবানি করতেন।ইন্তেকালের পূর্বে হযরত আলি রাদিআল্লাহু আনহু এর কাছে অসিয়ত করে গিয়েছিলেন, যাতে প্রতিবছর তার পক্ষ থেকে কুরবানি করা হয়। তাইতো নবীজির তিরোধানের পর প্রতিবার যখন কুরবানির সময় আসতো তখন হযরত আলী রাদিআল্লাহু আনহু দুটি ভেড়া জবাই করতেন।একটি ছিল স্বয়ং নিজের পক্ষ থেকে, অপরটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—এর পক্ষ থেকে।

প্রিয় মুসলিমবন্ধু! কুরবানির ইতিহাস, রাসুলের হাদিস, ও তার সীরাত থেকে কুরবানির ফযীলতের শিক্ষাটুকু আমাদের জীবনে ধারণ করি। সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করে গরীর দুঃখিদের সাথে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। আল্লাহ তায়ালা আমাদের কুরবানীসহ সকল নেক আমলগুলো কবুল করুন—আমিন।

পবিত্র কোরআন শরীফে কুরবানী সম্পর্কে একাধিক সুরায় উল্লেখ আছেঃ অতএব হে মানুষ! আল্লাহ-সচেতন হও। আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো, আল্লাহ মন্দ কাজের শাস্তিদানে কঠোর।

— সূরা বাকারা, আয়াত ১৯৬
হে নবী! কিতাবিগণকে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো। কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করবো। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ-সচেতনদের কোরবানিই কবুল করেন।

— সূরা মায়েদা, আয়াত-২৭
হে নবী! ওদের বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ-আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়। এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম।

— সূরা আনআম, আয়াত ১৬২-১৬৩
আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে কোরবানিকে ইবাদতের অংশ করেছি। যাতে জীবনোপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেয়া হয়েছে, তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য। অতএব তাঁর কাছেই পুরোপুরি সমর্পিত হও। আর সুসংবাদ দাও সমর্পিত বিনয়াবনতদের, আল্লাহর নাম নেয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্যধারণ করে, নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবনোপকরণ থেকে দান করে।

— সূরা হজ, আয়াত ৩৪-৩৫
কোরবানির পশুকে আল্লাহ তাঁর মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে, তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো।

— সূরা হজ, আয়াত ৩৬
কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ-সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী! আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে, আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না।

— সূরা হজ, আয়াত ৩৭-৩৮
ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হলো, তখন ইব্রাহিম একদিন তাকে বলল, ‘হে আমার প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে কোরবানি দিতে হবে। এখন বলো, এ ব্যাপারে তোমার মত কী? ইসমাইল জবাবে বলল, হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। ইনশাল্লাহ! আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন।

— সূরা সাফফাত, আয়াত ১০২
মনে রেখো, এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্র্মশীলদের পুরস্কৃত করি।

— সূরা সাফফাত, আয়াত ১০৬-১১০

অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যেই নামাজ পড় ও কোরবানি দাও। নিশ্চয়ই তোমার প্রতি যেই বিদ্বেষ পোষণ করবে, বিলুপ্ত হবে ওর বংশধারা।

— সূরা কাওসার, আয়াত ২–৩

আমাদের করণীয়ঃ অবশ্যই মনে রাখতে হবে উত্তম পশু কিনে কুরবানী দিতে হবে। এর মধ্যে বিন্দু পরিমান যে কোন সুদের টাকা থাকা যাবেনা, এটা ব্যাংক ইন্টারেস্ট এর টাকা দিলেও আপনার কুরবানী আল্লাহ্‌ পাকের দরবারে কবুল হবে না। একটি গরুতে ৭ ভাগ দেওয়া যেতে পারে সে ক্ষেতে সাত জনের একি চিন্তা থাকতে হবে। তা ছাড়া কুরবানী হবে না। গরুর নুন্যতম ১ বছর বয়স হতে হবে।

আপনি যে  সব পশু কুরবানী হিসেবে দিতে পারেন যেমনঃ উট, দুম্বা, ভেড়া, ছাগল, ও গরু। ছাগলের ক্ষেত্রে ১ বছর বয়স পূর্ণ হতে হবে। তবে মনে রাখতে হবে কুরবানী হচ্ছে মহান আল্লাহ্‌ পাকের রাজি খুশির জন্য। তাই কোন হারাম পথে উপার্জনের টাকা দিয়ে কুরবানী করবেন না।

কুরবানীর গোস্ত পুরোটা ফ্রিজে রাখবেন না, তিন ভাগে ভাগ করে এক ভাগ গরীব দুঃখীদের দান করুন মনে রাখবেন এটা আমনি করুনা করে দিচ্ছেন না এটা তাঁদের প্রাপ্য  অধিকার। বাকী দুই ভাগ আপনি নিজের জন্য ১ ভাগ রাখবেন আর বাকী ১ ভাগ গরীব আত্মীয় স্বজনদের দিবেন।

আল্লাহ্‌ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমিন ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ,তাপমাত্রা ৮ ডিগ্রি
রংপুর 1 hour আগে

ঠাকুরগাঁও হরিপুরে জাতীয় পার্টির কর্মী সভা।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের সদস্য গ্রেফতার।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযানে পরিত্যক্ত বন্দুক উদ্ধার।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুর জেলা প্রশাসক বলেছেন পড়া-শোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে
খেলাধুলা 19 hours আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পঞ্চগড়ে
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ের বোদায় হলুদ ফুলে ছেয়েছে মাঠ, সরিষার বাম্পার ফলনের আশায়
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন,প্রায় দুই লক্ষ টাকার মালামাল
অপরাধ 3 days আগে

যশোরের বসুন্দিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক দিনাজপুরে অনলাইনে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার