admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
সংসদ সদস্য রুমিন ফারহানাকে ২৫০ জন পুলিশ ১ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলো ! বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে দলটি। এর অংশ হিসেবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী এমপি। টেলিফোনে রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জ-ভৈরব ব্রিজের কাছে রাস্তার ওপর আমাকে প্রায় এক ঘণ্টা আটকে রাখেছে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য।
ব্রিজে উঠতে না দেয়ায় পুলিশের সঙ্গে আমার বাক-বিতণ্ডা হয়। এ সময় যেতে না দিলে রাস্তায় বসে পরার কথা বললে সেটি করা যাবে না বলে জানায় পুলিশ। সেখানে ম্যাজিস্ট্রেট ও ইউএনও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে প্রেসের সঙ্গে মিট করলে উজান-ভাটি রেস্টুরেন্ট পর্যন্ত যেতে দিলে সেখানে গিয়ে বসে পড়েন জানিয়ে তিনি বলেন, সেখানেও আড়াইশর মতো পুলিশ ঘিরে রাখে। পরে আমির খশরু মাহমুদ চৌধুরী সেখানে পৌঁছেও কিছু সময় বসে থাকেন। শেষমেষ ৩টার দিকে রওনা হই আমরা।
যাত্রা পথে বিএনপি নেতাদের কর্ডন করে নিয়ে যাচ্ছে জানিয়ে রুমিন ফারহানা আরো বলেন, বহরের সামনে পুলিশের ৩টি গাড়ি দেখছি। তবে পেছনে পুলিশের কয়টি গাড়ি রয়েছে, তা বলতে পারছি না। সমাবেশ স্থল পর্যন্ত এভাবেই নিয়ে যাবে বলে মনে হচ্ছে। সমাবেশের বিষয়ে তিনি বলেন, প্রথমে ফুলবাড়ীয়াতে সমাবেশ হওয়ার কথা ছিল, সেখানে ১৪৪ ধারা জারির পর পৌরসভার বাইরে বটতলীতে হচ্ছে। সেখানে সমাবেশ করার জন্য নতুন করে অনুমতি নিতে হয়েছে।