রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রতিবাদী জনতা।
শুক্রবার জুমার নামাজের পর সাভার এলাকার প্রতিবাদী জনতা এ কর্মসূচি শুরু করে। বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বরে এসে মহাসড়ক অবরোধ করে।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
প্রতিবাদী জনতা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ওসমান হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ছাত্রজনতাকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।