admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
র্যাব সাবেক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমপ্রবাসীদের যে বার্তা দিলেন। এক সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মো. সারোয়ার আলম। দেশে বেশ কিছু আলোচিত অভিযানে নেতৃত্ব দিয়ে জনগণের প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি সরকার করোনাভাইরাসের মহামারির কারণে চরম সংকটের মুখে পড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত এই টিমের অন্যতম হলেন আলোচিত সারোয়ার আলম।

কুইক রেসপন্স টিমের দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের ফোন করার বিষয় নিয়ে একদিনের অভিজ্ঞতা এবং পাশাপাশি তাদের কমন (সাধারণ) কিছু প্রশ্নের ব্যাপারে সম্ভাব্য সমাধানের কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। গত ৩০ মে’র অভিজ্ঞতার কথা জানিয়ে সারোয়ার আলম বলেন, ওই দিন হাজারের বেশি কল আসে (প্রায় প্রতিদিনই এ রকম হয়)। কিন্তু মাত্র শ দুয়েক রিসিভ করা সম্ভব হয়েছে। যাদের কল রিসিভ করতে পারেননি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অন্য সদস্যদের ক্ষেত্রেও এমনটা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি প্রবাসীদের কিছু কমন প্রশ্নের উত্তরও দিয়ে বলেছেন, যে কয়েকটি বিষয়ে প্রবাসী ভাই-বোনেরা বেশি জানতে চেয়েছেন তার তথ্যব নিম্নে দিচ্ছিঃ-
১. যদি আপনার করোনার দুই ডোজ টিকা না দেওয়া থাকে কিংবা টিকা দেওয়ার কার্ড না থাকে তাহলে আগামী ৩০ জুনের মধ্যে্ সৌদি আরব গেলে আপনাকে নির্দিষ্ট হোটেলে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
২. আপনার ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে হোটেল বুকিং নিশ্চিত করতে হবে।
৩. আশা করছি, হোটেল বুকিং নিয়ে সৌদি প্রবাসীদের সমস্যােটা আগামী ২-৩ দিনের মধ্যের কেটে যাবে, (হোটেল বুকিংয়ের সময় সৌদি আরবের হোটেলকে পুরো টাকা পরিশোধ করতে হয় বিধায় ও অন্যািন্যষ কারণে সমস্যােটা হচ্ছে)।
৪. আমরা আরো আশা করছি যে, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ সৌদি সরকার বাড়াবে। বাংলাদেশ সরকার এ ব্যা পারে তৎপর রয়েছে।
৫. প্রবাসী কল্যাাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের জন্য ২৫ হাজার টাকা করে প্রদান করবে। নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোয়গ।
৬. অতি শিগগিরই ওমান ও বাংলাদেশের মধ্যকার ফ্লাইট চালু হবে বলেও আমরা আশা করছি। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যা্ণ ও বিভিন্ন সমস্যা্ সমাধানে তৎপর রয়েছে। ভালো থাকুক আমাদের রেমিট্যান্স যোদ্ধারা।