admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা , হরিপুর উপজেলা ১ নং গেঁদুড়া ধৌলা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে । ঘটনার বিবরণে জানা গেছে যে, হরিপুর উপজেলার ধৌলা গ্রামের মোঃ গোলাম রাব্বানী পিতা: মোঃ দবিরুল ইসলাম অনেক স্বপ্ন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় কৃষি প্রদর্শনী প্রকল্প বাগানটি প্রায় ৭০ হাজার টাকা ব্যায় করে শতাধিক মাল্টাগাছ রোপন করেন।
অত্যান্ত পরিশ্রমের বাগানটির এমন বেহাল দশা দেখে মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন সংশ্লিষ্ট বাগান মালিক। তিনি ইতিমধ্যেই হরিপুর থানা কৃষি কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন প্রথমে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হরিপুর থানা অফিসার ইনচার্জ বরাবর মোঃ আলমগীর গং পিতা আব্দুল গফুরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ইতোমধ্যে অভিযোগের উপর ভিত্তি করে এস আই রাকিব বিষয়টি সরজমিন তদন্ত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।