ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে রংপুর র্যাবের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশের যৌথ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।গত শুক্রবার ২৬ ডিসেম্বর রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন-মো. আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), পিতা: আব্দুর রহিম, পেশা: অটোরিক্সা চালক, গ্রাম: কৃষ্ণানন্দ বকসী; মো. জাইদুল ইসলাম (২৭), পিতা: মো. লুৎফর রহমান; আফসানুল ইসলাম আপন (২৫), পিতা: মো. রফিকুল ইসলাম-উভয়ের বাড়ি কুলুষা ফেরুষা গ্রামে; এবং মো. আতাউর রহমান (৩২), পিতা: মো. আক্কাচ আলী, গ্রাম: পূর্ব ফুলমতী। গ্রেপ্তারকৃতদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে রাজারহাট থানা পুলিশের একটি দল। পরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার পাকা সড়কে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে জড়িত চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন,শনিবার গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।