ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার ২৪ জুলাই সকাল এগারোটায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন রাজারহাট উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট আরেকটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রেজাউল করিম, যুগ্ম সচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটি, রংপুর। মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা শাখা। মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজারহাট উপজেলা শাখা। আব্দুল মতিন, সভাপতি, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন সোসাইটি, রাজারহাট। সায়েদুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা শিশু নিকেতন রাজারহাট। শিক্ষক বাদশা মিয়া ও হাওয়ানুর বেগম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার বৈষম্য সৃষ্টি করছে। অবিলম্বে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের এ পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। উক্ত মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজারহাট উপজেলা শাখা, কুড়িগ্রাম।