ইচ্ছেমৃত্যু যদি টিউলিপ হয়
অসংখ্য টিউলিপ পাহাড় চূড়ায়,
মুগ্ধ দৃষ্টি অপার বিস্ময়
মনের ভিতর শুধুই অভিপ্রায়,
এক একটি টিউলিপ শুধুই আমার ।
মৃত্যু শুধুই হাতছানি দেয়
দুদিন আগে আর পরে,
জতুগৃহের জীবন,অসংখ্য কাশফুল
উড়ে যায় নির্মল প্রান্তর জুড়ে ।
তবে সে নিয়তি
ইচ্ছে নয় আশা নয়,
শুধুই দুরাশা ,নীল আকাশের মতন ।
স্তরের ওপর স্তর
এখানে বৃষ্টি মেঘের ওপর ঝকঝকে রোদ।
তবুও কখনও সতীদাহের আগুন
ছুঁয়ে যায় দগদগে অন্তর,
যে জ্বলছে আর নিভছে
টিউলিপের আশায়,
হলুদ লাল রঙবেরঙের টিউলিপ ।