admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের জফিলাডেলফিয়ায় বন্দুকধারীদের গোলাগুলি, আহত ৬ জন। বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বন্দুকধারীরা সেখানকার একটি রাস্তায় অন্তত ৬৫ রাউন্ড গুলি চালায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতের এই ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজার ও রেস্তোঁরায় মানুষ ছোটাছুটি শুরু করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। জার্মান টাউনের আশপাশে এই গোলাগুলি হয়। পুলিশ ঘটনাস্থলে ২১ বছর বয়সী তরুণীকে পেটে এবং বুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার শরীরে কয়েকটি গুলি লাগে।
কর্মকর্তারা তাকে হাসপাতালে নিয়ে যান। এছাড়া ১৯ থেকে ২৯ বছর বয়সী পাঁচজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দুটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত হলেও সবাই আশঙ্কামুক্ত। কর্মকর্তারা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। ফুটেজে দেখা গেছে, ছয়জন লোক একটি ভ্যান থেকে লাফ দিয়ে গুলি চালাতে শুরু করে। তারা পার্ক করা গাড়ির মধ্যেও গুলি চালাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বন্দুকধারী সদস্য রয়েছে কি-না তা অস্পষ্ট। তবে আহতদের কয়েকজন ভ্যান থেকে লাফ দিয়ে গোলাগুলিতে লিপ্ত ছিল। পুলিশ প্রাথমিকভাবে গুলির খোসা পরীক্ষা করে দুটি ভিন্ন বন্দুকধারী গ্রুপকে শনাক্ত করেছে। সবচেয়ে বেশি আহত নারী জানান, তিনিই হয়তো বন্দুকধারীদের লক্ষ্যবস্তু ছিল। তবে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ছোটাছুটির মধ্যে কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশ ৬৫টিরও বেশি গুলির খোসা পেয়েছে ঘটনাস্থলে। তবে লক্ষ্যবস্তু কে বা কারা, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
ফিলাডেলফিয়া শহরে ২০২১ সালে ১ হাজার ৮২৭ জন গুলির শিকার হয়েছে, যা ২০১৯ সালের চেয়ে ৬০০ জন বেশি। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, ২০২১ সালের শেষদিন পর্যন্ত শহরটিতে এক বছরে ৫৫৯টি হত্যার ঘটনা ঘটেছে। ১৯৬০ সালের পর থেকে যা রেকর্ড।