admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
যুক্তরাজ্য সরকার বাংলাদেশি টিকার সনদ অনুমোদন। যুক্তরাজ্য সরকার বাংলাদেশে প্রয়োগকৃত করোনার টিকার সনদ অনুমোদন দিয়েছে। এর ফলে বাংলাদেশিরা টিকার পূর্ণ ডোজ নেওয়া সাপেক্ষে দেশটি ভ্রমণ করতে পারবেন। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে টিকার এই সনদ কার্যকর হবে। এর মাধ্যমে বাংলাদেশের নাম যুক্তরাজ্য সরকারের টিকার তালিকায় যুক্ত হলো। যুক্তরাজ্য সরকারের বিদেশিদের ভ্রমণ হালনাগাদ বিষয়ক তথ্যে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৩৭টি দেশের টিকার সনদকে অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, যুক্তরাজ্য সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা টিকার পূর্ণ ডোজ নেওয়া সাপেক্ষে আগামী ১১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে দেশটিতে পৌঁছার পর ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
প্রসঙ্গত, এখন পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধী ৪টি টিকাকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। এগুলো হলো— ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। এর মধ্যে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না এই ৩টি টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে।