admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
আবু জার গিফারী যশোর থেকেঃ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, যশোরের আয়োজনে ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষরে’ “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব মাসুদ উল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ ফিরোজ কবির, সিভিল সার্জনের প্রতিনিধি, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক (উপসচিব) জনাব মোঃ হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ খালেদা খাতুন রেখা, আট উপজেলার আটজন উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী কমিশনার ডাঃ কাজী নাজিব হাসান, সিনিয়র সহকারী কমিশনার কে. এম. আবু নওশাদ, বীর মুক্তিযোদ্ধা এ. এইচ. এম. মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল ও জেলা পর্যায়ের সকল অফিসের অফিস প্রধানগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ, সরকারি মাইকেল মধুসুদন কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধিগণ, যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ, শেখ হাসিনা সফটওয়্যার পার্কের প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার জনাব সৈয়দা তামান্না হোরায়রা। অনুষ্ঠানে জেলা তথ্য অফিস, যশোরের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম।