হোম
ক্রিকেট

মোস্তাফিজ ইস্যু, বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপোড়েন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের দর্শক-সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি বা অপরপক্ষকে হেয় করে ট্রল করার সংস্কৃতি চলে আসছে বহু বছর ধরেই। কিন্তু সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া ও তার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটে দুই দেশের মধ্যকার বৈরিতা যেন আনুষ্ঠানিক রূপ পেয়েছে। গত দেড় বছরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, দূতাবাসের নিরাপত্তার মত নানা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও যথেষ্ট অবনতি হয়েছে। এই সময়ের মধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই কয়েক দফায় অন্য দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে কোনো বিষয়ে নিন্দা জানাতে বা চলমান কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে। দুই দেশের অনেক রাজনীতিবিদও বিভিন্ন সময়ে মাঠ গরম রাখতে অন্য দেশকে হেয় করে বক্তব্য দিয়েছেন।

সম্পর্কের এই তিক্ততাটা এতোদিন সোশ্যাল মিডিয়ার ‘টাগ অব ওয়ার’ বা কূটনৈতিক বিবৃতি প্রদানের মধ্যে ঘুরপাক খেলেও এবার সেই রেষারেষিটা সরাসরি ক্রিকেটের ওপর পড়লো। আর ক্রিকেট ঘিরে দুই দেশের এই দফার বিরোধটা যে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুতরভাবে নিচ্ছে, তা বোঝা যায় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থেকে। বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএল’এর ম্যাচ দেখানোর ওপর নিষেধাজ্ঞা জানিয়ে সোমবার নির্দেশনা জারি করেছে তারা। সম্পর্কের তিক্ততার জের ধরে ক্রিকেটীয় কূটনীতি আর সম্পর্কে প্রভাব পড়ার নজির এতোদিন ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। মোস্তাফিজুর রহমানকে ঘিরে হওয়া সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত আর বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কও এখন এমন পর্যায়ে পৌঁছালো, যা আবার কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই।

ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দুই দেশের সমালোচনাঃ মোস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের অনেকে যেমন খুশি হয়েছেন, তেমনি বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেওয়ায় বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের মানুষও নিশ্চিতভাবেই স্বস্তি পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন যে ‘বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি।’ তিনি ঐ স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছেন ‘গোলামির দিন শেষ।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে দুই দেশের নেওয়া পদক্ষেপেই ক্রিকেটীয় কূটনীতিকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার নির্দেশনার সমালোচনা করেছেন ভারতের সাংসদসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। কংগ্রেস এমপি শশী ঠারুর মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কড়া সমালোচনা করে ঐ সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ হিসেবে মন্তব্য করেছেন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে। ‘সোশ্যাল মিডিয়ার আক্রোশের’ ভিত্তিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন মি. ঠারুর। ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রশাসক ও লেখক রামাচন্দ্র গুহাও এক্সে এক পোস্টে লিখেছেন যে এটি ‘মারাত্মক অবিবেচক’ সিদ্ধান্ত। ভারতের ‘জাতীয় স্বার্থেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিৎ’ বলে পোস্টে মন্তব্য করেছেন তিনি।

একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার মত সিদ্ধান্ত অনেকটাই অতিরিক্ত হার্ডলাইন অ্যাপ্রোচ’ হয়েছে বলে মনে করেন ক্রিকেটের সাথে জড়িত অনেকে। বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক তাহমিদ অমিত বলছিলেন যে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশে ক্রিকেটীয় কূটনীতি অনুসারে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া, বিসিসিআইয়ের কাছে নিন্দা জানানো বা আইসিসিতে অভিযোগ জানানোর মত সিদ্ধান্ত নিতে পারতো। তারা (বিসিবি) আইসিসিকে বলতে পারতো নিরাপত্তার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিতে, তারপর সেগুলো যাচাই করে সন্তুষ্ট না হলে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতো। এতোটা কঠোর সিদ্ধান্ত শুরুতে না নিলেও পারতো”, বলছিলেন তিনি।

বিশ্বকাপের মত আইসিসি ইভেন্টে খেলতে না চাওয়ার সিদ্ধান্তের পেছনে দীর্ঘমেয়াদি ক্রিকেটীয় স্বার্থের চেয়ে ‘রাজনৈতিক বিবেচনা’কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারের কঠোর অবস্থানের জন্য বিসিবি একপ্রকার বাধ্যই হয়েছে বলা যায় এই সিদ্ধান্ত নিতে। বিসিবি’র অনেক পরিচালকই রাজি ছিলেন না এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ বিসিবি জানে এমন সিদ্ধান্তের পেছনে ক্ষতি কত বড়। আইসিসি থেকে পাওয়া অর্থের পাশাপাশি বিসিবি’র আয়ের একটা বড় অংশ আসে দ্বিপাক্ষিক সিরিজগুলোর সম্প্রচার স্বত্ব থেকে। এমন পরিস্থিতিতে এ বছরের অগাস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের সাথে বাংলাদেশের সিরিজ অনিশ্চিত হয়ে পড়তে পারে এবং তার জন্য বিপুল পরিমাণ জরিমানা গুণতে হতে পারে বিসিবির। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে রাখা ও পরবর্তীতে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনাকে কেন্দ্র করে বিসিসিআই কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে ভারতীয় সমালোচকদের মতো বাংলাদেশি বিশেষজ্ঞরাও ধোঁয়াশাতেই রয়েছেন।

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যা হয়েছেঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের জন্য কোলকাতা নাইট রাইডার্স ৯ কোটি বিশ লাখ রুপিতে দলে নেয় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। ঐ নিলাম অনুষ্ঠানটি হয় আবুধাবিতে, ১৬ই ডিসেম্বর। ঐ ঘটনার পর থেকেই ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন মোস্তাফিজকে দলে নেয়ার প্রতিবাদে বোলকাতা নাইট রাইডার্স ও দলটির একাংশের স্বত্ত্বাধিকারী শাহরুখ খানের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করে। তাদের বক্তব্য ছিল যে কেকেআর ভারতীয়দের আবেগের বিরুদ্ধে গিয়ে ‘বাংলাদেশি’ খেলোয়াড়কে দলে নিয়েছে। তাদের এমন অভিযোগের কারণ – বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন অভিমুখে পদযাত্রা সহ বেশ কয়েকদফা প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। যে কারণে বাংলাদেশি খেলোয়াড় দল নেয়াকে ভারতীয়দের আবেগের বিরুদ্ধে যাওয়া বলে আখ্যায়িত করেছে তারা।

এর ধারাবাহিকতায় তেসরা জানুয়ারি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই জানায় যে তারা কোলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে যেন মোস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেয়। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া তার বক্তব্যে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও উল্লেখ করেন যে ‘সাম্প্রতিক সময়ে হতে থাকা ঘটনাবলীর প্রেক্ষিতে’ বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কোলকাতা নাইট রাইডার্সও সেদিনই জানায় যে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, এই ইস্যু নিয়ে পরের ২৪ ঘন্টায় দুই দফায় বোর্ড মিটিং করে। রবিবার বিসিবি তাদের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয় যে বাংলাদেশ দল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে ভারতে দল পাঠাবে না। বিবৃতিতে জানানো হয় যে, বাংলাদেশের ম্যাচ যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে নেয়া হয় সে লক্ষ্যে আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও করেছে বিসিবি।

বিসিবি’র বিবৃতিতে কারণ হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশ দলের ‘নিরাপত্তা’ নিয়ে শঙ্কার বিষয়টিকে, যদিও মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে আইপিএলের দল থেকে বাদ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল কিনা, তা উল্লেখ করা হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র খবর অনুযায়ী, বিসিবি এর মধ্যে বিসিসিআইকে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে যে আইপিএলের নিলামের জন্য মোস্তাফিজকে চেয়ে চিঠি দেয়ার পরও কেন তাকে অব্যাহতি দেয়া হলো। দুই দেশের মানুষের মধ্যে পরস্পরবিরোধী যে চাপা বিদ্বেষ ছিল তা প্রকাশ্যে আসতে শুরু করে ২০২৪’এর পাঁচই অগাস্টের পর থেকে। গত দেড় বছরের মধ্যে ভারত আর বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে এতোদিন তার সরাসরি প্রভাব পড়েনি।

যদিও ২০১৫ বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচের পর থেকেই দুই দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে মাঠের বাইরের লড়াইয়ের তীব্রতাটা দিন দিন শুধু বেড়েছেই। সেই লড়াই যে শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রল বা মিমের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা নয়। অনেক সময়ই মূলধারার গণমাধ্যম অন্য দেশের ক্রিকেট টিমকে হেয় করে বানিয়েছে ‘মওকা মওকা’ জাতীয় টিভি বিজ্ঞাপণ বা পত্রিকায় ছাপিয়েছে ‘মুস্তাফিজ কাটার’ এর মতো আপত্তিকর গ্রাফিক্স। তবে এতোদিন কিছুটা ইঙ্গিতপূর্ণভাবে অন্য দেশের ক্রিকেটের সমালোচনা হলেও দুই বোর্ডের এবারের সিদ্ধান্তের পর হয়তো ক্রিকেটীয় বিবেচনাকে পুরোপুরি সরিয়ে দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটকেই প্রাধান্য দেবেন ভক্ত সমর্থকরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে জাতীয় পার্টির কর্মী সভা।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের সদস্য গ্রেফতার।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযানে পরিত্যক্ত বন্দুক উদ্ধার।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুর জেলা প্রশাসক বলেছেন পড়া-শোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে
খেলাধুলা 18 hours আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পঞ্চগড়ে
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ের বোদায় হলুদ ফুলে ছেয়েছে মাঠ, সরিষার বাম্পার ফলনের আশায়
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন,প্রায় দুই লক্ষ টাকার মালামাল
অপরাধ 3 days আগে

যশোরের বসুন্দিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায়।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক দিনাজপুরে অনলাইনে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার