admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ শুক্রবার মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মাহিগঞ্জ থানা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি মীর ইফতেখারুল হক পল্লবের সভাপতিত্বে ও মহানগরের সদস্য হারুন-উর-রশীদ বিপ্লবের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জয়নুল আবেদীন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শিবেন্দ্র নাথ বর্মন, কোষাধ্যক্ষ মোস্তফা জামান রনি, আইন বিষয়ক সম্পাদক এ জি এম আল আমিন হিরা, প্রচার সম্পাদক অংকুর প্রমূখ।এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মাহিগঞ্জ থানা কমিটির সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।