admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
রেড্ডিউ নিঙ্গদার স্টাফ রির্পোটারঃ মালয়েশিয়ায় ৫০ বছরে এই প্রথম জরুরি অবস্থার ঘোষণা। করোনার সংক্রমণ ঠেকাতে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। পরিস্থিতি বিচারে আগামী ১ আগস্ট পর্যন্ত তা কার্যকর থাকবে। গত কাল মঙ্গলবার রাজপ্রাসাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গত ৫০ বছরে এই প্রথম দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো।
কয়েকদিন আগে মালয়েশিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রাজধানীসহ ৫টি রাজ্যে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়। প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্তের পর বিধিনিষেধ আরো কঠোর করা হলো। গতকাল সোমবার পর্যন্ত সেদেশে এক লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। মৃত্যুর সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে ইতোমধ্যেই। এদিকে, এক টেলিভিশন ভাষণে কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। জরুরি অবস্থার কারণে এই সময়ে কোনো ধরনের নির্বাচন হবে না বলেও জানান তিনি।
মহিউদ্দিন ইয়াসিন, আনোয়ার ইব্রাহীম ও মাহাথির মোহাম্মদ। বিশ্লেষকরা বলছেন, মাহাথির মোহাম্মদকে হটিয়ে ক্ষমতা দখল করা মহিউদ্দীনের সংসদের সংখ্যাগরিষ্ঠতা নেই বললেই চলে। বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহীম সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন। তাছাড়া করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় আরো বেশি চাপের মুখে পড়েছেন মহিউদ্দীন। উভয় চাপ সামলাতে বেশ কিছুদিন ধরে জরুরি অবস্থা জারির চেষ্টা করে আসছিলেন তিনি। অনেকেই বলছেন, রাজার পক্ষ থেকে এবার সেই ঘোষণা আসায় কিছুদিনের জন্য স্বস্তি পেলেন মহিউদ্দীন, কিছুটা অস্বস্তিতে পড়বেন আনোয়ার। তবে পরিস্থিতির বিচারে মনে হচ্ছে, কয়েক মাস পরে হলেও ক্ষমতা ছাড়তে হতে পারে তাকে।