admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বাতিল হাজারো ফ্লাইট, বিশৃঙ্খলা অব্যাহত। যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশের কিছু অংশে খারাপ আবহাওয়া বিরাজ করছে। এছাড়া রয়েছে ওমিক্রনের আঘাত। করোনার নতুন এই ভ্যারিয়েন্টের ব্যাপক প্রভাব পড়ছে বিমান ভ্রমণে। টিআরটি ওয়ার্ল্ড।এভিয়েশন ওয়েব সাইট ফ্লাইট আওয়ার জানাচ্ছে, রোববার রাত ১১টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭২৩টি বাতিল ফ্লাইট রয়েছে। এই সংখ্যা বিশ্বব্যাপী বাতিল হওয়া ফ্লাইটের অর্ধেকেরও বেশি।
এছাড়া গতকাল শনিবার সারা বিশ্বে ৫ হাজার ৯৯৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস এয়ারলাইন্স স্কাইওয়েস্ট। কোম্পানির ২৩ শতাংশ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এছাড়া শিকাগো বিমানবন্দরে ফ্লাইট এলোমেলো হয়েছে তুষারঝড়ের আশঙ্কায়। শনিবার বিকালে ও রাতে এই অঞ্চলে ভয়বহ তুষারঝড়ের আশঙ্কা করা হয়েছিল।
গ্লোবাল এয়ার ট্র্যাভেল ইন্ডাস্ট্রি এখনও ওমিক্রনের কারণে বিপর্যস্ত। অনেক পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং অন্যান্য স্টাফ চুক্তি করে অনুপস্থিত আছেন। অনেক কর্মী সংক্রমণে আক্রান্ত কারও সংস্পর্শে আসার পর কোয়ারেন্টাইন পালন করছেন।
করোনা মহামারিতে অনেক দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়ে নতুন বছর শুরু করেছে। এটি সারা বিশ্বে জনচলাচল ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। সড়ক, বিমান, নৌ সব পথে যাত্রী পরিবহন এক প্রকার বন্ধ হয়ে যায়।
সারা বিশ্বে বাতিল হয় লাখ লাখ ফ্লাইট। এভিয়েশন শিল্পে ধস নামে। ২০২০ সালে বিশ্বব্যাপী যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিমান চলাচল শিল্প ব্যাপকভাবে প্রভাবিত হয়। মহামারির আগে বিশ্বব্যাপী ৪.৫ বিলিয়ন যাত্রী ভ্রমণ করে, ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই সংখ্যা কমে দাঁড়ায় ১.৮ বিলিয়নে।