মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর পৌরসভার, গোয়াল পাড়া ঈদগাঁ মাঠ এলাকার শিশু সুমাইয়া মৃত্যুর সাথে অবিরাম সংগ্রাম করে যাচ্ছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুটি। জন্মের পরেই তার হৃদপিন্ডে একটি ফুটো পাওয়া গেছে। দীর্ঘ তিন মাস ধরে শিশুটির চিকিৎসা করতে করতে তার পরিবার আজ নিঃস্ব। সুমাইয়ার বাবা পেশায় সামান্য একজন কাঠমিস্ত্রি। চিকিৎসার ব্যায় ভার বহন করতে করতে পরিবারটির এখন দুবেলা খাওয়ার মত অবস্থা নেই।
সুমাইয়ার বাবা কাঠমিস্ত্রি লাবু ভাইকে আমি পার্সোনালি চিনি তিনি অত্যন্ত ভদ্র, সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ। চিকিৎসারত ডাক্তার বলেছেন সুমাইয়াকে বাচাতে অন্ততপক্ষে ১৫ লক্ষ টাকা ব্যায় হতে পারে। আর দ্রুত চিকিৎসা না হলে সুমাইয়ার জীবন প্রদীপ নিভে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সুমাইয়াকে বাচাতে সমাজের সকল স্তরের মানুষ বিশেষ করে বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠন গুলোর কাছে তার পরিবার সাহায্য প্রার্থনা করেছেন। ঠাকুরগাঁও এর গণমাধ্যম কর্মীদের এসব মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার সবচেয়ে বেশি সুনাম রয়েছে। তাদের কাছে আকুল আবেদন তারা যেন এই মানবিক আহ্বানটিকে ঠাকুরগাঁও বাসীর দারগোড়ায় পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করেন।
আপনার একটু সহায়তা সুমাইয়ার প্রাণ বাঁচাতে পারে। একটি প্রানকে ডানা মেলে উড়তে সহায়তা করতে পারে এই সুন্দর পৃথিবীতে।সহায়তার জন্যে
শিশুটির বাবার বিকাশ নাম্বার: 01714803292