ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
গত সোমবার ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই মর্মান্তিক বিমান দূর্ঘটনায় মইলস্টোন কলেজের নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া বায়তুল নূর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ জুলাই বাদ আছর উপজেলার হলদিয়া
বায়তুল নূর জামে মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মো: নাঈম ইসলাম, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ, সদস্য কাসেমী, সদস্য অনব আহমেদ, সদস্য রাব্বি ও মসজিদের মুসল্লিগণ সহ অনেকে।
মো: নাঈম ইসলাম তিনি বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।
তিনি আরও বলেন, যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে। সেইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন ওই মসজিদের খতিব। এসময় উপস্থিত সবাই নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।