admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৯ ১১:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর থানার অর্ন্তগত ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের মরহুম সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল হোসেন ও আলাউদ্দীন স্মৃতি স্বরণে ভেলাজান ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব এর সৌজন্যে একটি ফুটবল টুনামেন্ট ৬ অক্টোবর ২০১৯ বিকাল ৪:৩০ মি: ভেলাজান ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠীত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতীথি হিসাবে উপস্থিত ছিলেন আইয়ুব আলী চেয়ারম্যান ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদ ও সভাপতি ভেলাজান ফাজিল মাদ্রাসা।
উদ্বোধনীয় ফুটবল ম্যাচ খেলেন ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল বনাম পাহাঁড়ভাঙ্গা দক্ষিন পাড়া সংঘ ফুটবল দল। ৫০ মি: এর খেলার প্রথর্মাধে টানটান উত্তেজনার মধ্যে খেলা শুরু হলে ১৬মি: এর মাথায় ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল একটি গোল দিয়ে ১-০ তে এগিয়ে যায়। পরর্বতীতে খেলার দ্বীতির্য়াধে ৮ মি: এর মাথায় আরো দুটি গোল দিয়ে নিজেদের অবস্থান ৩-০ তে আরো শক্ত করে নেন ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল। খেলার দ্বীতির্য়াধে ২১ মি: এর মাথায় একটি গোল করে নিজেদের অবস্থান ৩-১ তে নিশ্চিত করেন পাহাঁড়ভাঙ্গা দক্ষিন পাড়া সংঘ ফুটবল দল। খেলা শেষে ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল ৩ গোল ও পাহাঁড়ভাঙ্গা দক্ষিন পাড়া সংঘ ফুটবল দল ১ গোল এ ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল বিজয় লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতীথি হিসাবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম,অধ্যক্ষ ভেলাজান ফাজিল মাদ্রাসা। তিনি এম.কে নিউজ প্রতিনিধি কে বলেন, ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল বিজয় লাভ করেছে এতে আমাদের টিম সহ মাদ্রাসার সকলে আনন্দিত আমি ভেলাজান ফাজিল মাদ্রাসা ফুটবল দল এর উর্জ্জল ভবিষৎ কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে অতীথি হিসাবে উপস্থিত ছিলেন জুয়েল রানা, আহ্ববায়ক ঠাকুরগাঁও জেলা জাগ্রত জনতা ও ব্যবসায়ী সংগঠন। তিনি এম.কে প্রতিনিধিকে তিনি তরুণদেরকে একত্রিত হবার আহ্ববান জানান। তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তরুণদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। মাদক ও র্দূনীতি মুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা অনীস্বির্কায। মরহুম সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল হোসেন ও আলাউদ্দীন উনাদের জীবনি থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে আগামী প্রজন্মের জন্য উর্জ্জল দৃষ্টার্ন্ত স্থাপনের মাধ্যমে সমাজে ব্যাপক কল্যাণে ভুমিকা রেখে এলাকার যাবতীয় র্দূনীতি ও অনিয়মতান্ত্রিক বিষয়ে স্বোচ্চার হয়ে প্রতিরোধ গড়ার লক্ষে আপামোর জনতার প্রতি জাগ্রত জনতা ও ব্যবসায়ী সংগঠন এর ঠাকুরগাঁও জেলার পক্ষ হতে আহ্বাবান জানান।
জাকির হোসেন মিলন, র্নিবাহী প্রধান,প্রকাশক ও সম্পাদক জাগ্রত শিক্ষক ও জনতা ও দপ্তর সম্পাদক ঠাকুরগাঁও সদর থানা যুবলীগ।তিনি এম.কে নিউজ প্রতিনিধি কে বলেন, ক্রীয়ায় শক্তি মাদক থেকে মুক্তি এই শ্লোগান সামনে রেখে ভেলাজান ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব এর উক্ত র্টুনামেন্ট কে সাধুবাদ জানাই।মরহুম সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল হোসেন ও আলাউদ্দীন বলিষ্ঠ ক্রীয়া প্রেমী ছিলেন। উনারা সর্বদায় মানুষকে দেশ ও জাতীর কল্যাণের প্রতি আহ্ববান করতেন। প্রয়োজনে পায়ে হেটেঁ সাধারণ মানুষের খোজ-খবর নিতেন। চৌরঙ্গী বি.এম কলেজ, রাজশাহী কৃর্ষি উনায়ন ব্যাংক, ভেলাজান শাখা ও ভেলাজান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় উনাদের ভুমিকা অতুলনীয়। তাদের এই স্মৃতি চারণমুলক কর্মকান্ডের উদ্দোগতাদের আমি আবারো অভিনন্দন জানায়। শুধু তাই নয় সমাজের ব্যাপক উন্নায়ন মুলক কর্মকান্ডে অংশগ্রহনের জন্য সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বাবন জানাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীৃষি কেষ রায় লিটন সাবেক ক্রীয়া সম্পাদক ঠাকুরগাঁও সদর থানা যুবলীগ তিনি জানান যে, আমি র্দীঘ দিন ঠাকুরগাঁও সদর থানা যুবলীগ এর ক্রীয়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি, আমি জানি মরহুম সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল হোসেন ও আলাউদ্দীন ক্রীয়া প্রেমী ও সহজ সরল মনের মানুষ ছিলেন। উনাদের অবদান কখনো ভুলার মত নয়। একজন ক্রীয়া বিদ অবশ্যই দেশ ও জাতীকে অগ্রগামী করতে বিপুল পরিমান ভুমিকা পালন করেন। আমি মরহুম সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল হোসেন ও আলাউদ্দীন এর আত্মার মাগেফরাত কামনা করি। উক্ত অনুষ্ঠানে অতীথি হিসাবে উপস্থিত ছিলেন রুবী আক্তার ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের ৩ নং ব্লক মহিলা সদস্য, তিনি বলেন, খেলা-ধুলা করা স্ব্যাস্থ্যের জন্য ভাল। খেলাধুলা করলে মন-মানুষিকতা ভাল থাকে। আমি সকলকে সুশীল সমাজ গঠনে ভুমিকা রাখার জন্য আহ্ববান জানাই। ভেলাজান ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব এর সাংগঠিনক সম্পাদক ইমরান খান জানান যে, যদি এরকম খেলা-ধুলা বার-বার আয়োজন করা যায় তাহলে যুবকরা মাদকের দিকে ধাবিত হবেনা। তাই আমাদের শ্লোগান-ক্রীয়ায় শক্তি,মাদক থেকে মুক্তি। খেলা-ধুলায় মত্ত থাকি, মাদক কে না বলি। আরো উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম যুগ্ন সা: সম্পাদক ঠাকুরগাঁও সদর থানা বি. এন. পি, আমিনুল ইসলাম ৭ নং চিলারং বি. এন. পি,শহিদুল ইসলাম, সাবেক ৮ নং ওয়াড সদস্য নং চিলারং ইউনিয়ন পরিষদ, শাইদুল ইসলাম চিলারং যুবলীগ।