মোক্তারুজ্জামান মোক্তার, পার্বতীপুর,দিনাজপর || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ পার্বতীপুর ও ফুলবাড়ী নির্বাচনী এলাকায় বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে আজ ৫ ডিসেম্বর বিকাল ৩ টায় ঢাকা মোড়স্হ বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনবৃন্দের উপস্হিতিতে
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তরাঞ্চলের কান্ডারী মাটি ও মানুনের জনপ্রিয় নেতা পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দিনাজপুর-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, পার্বতীপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহ-সভাপতি অহিদুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জোবায়ের হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পলাশবাড়ী ইউনিয়ন সম্পাদক আবু জাকারিয়া, মন্মথপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম নানু কাজী, রামপুর ইউনিয়ন বিএনপির সভপতি বাবলু, ও ছাত্রদল, যুবদল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
বক্তরা আগমী ২ দিনের মধ্যে দিনাজপুর-৫. পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনের বিএনপি’র সদ্য ঘোষিত মনোনীত প্রার্থী পরিবর্তন করে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হককে বিএনপির প্রার্থী ঘোষনা না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উত্তরাঞ্চলকে অচল করে দেওয়ার ঘোষনা দেন। এ ঘটনায় পার্বতীপুরে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।