admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিদ ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী, তেঁতুলিয়া, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, অধ্যক্ষ, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ ০৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, সদস্য –সদস্যা, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ, স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, উপকারভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় নেত্রী ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ২১ জুলাই তৃতীয় পর্যায়ে জেলার ৫৮৫০টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুর্নবাসিত করায় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। বিধায় চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের প্রয়োজন হয়নি। তবে আশ্রয়ণ প্রকল্পে নিজ গৃহে আশ্রিতদের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে দারিদ্র বিমোচন ও পুর্নবাসন শীর্ষক প্রকল্পে ৭২৭টি পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুর্নবাসনের উদ্যোগ চলমান রয়েছে। পুর্নবাসন পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুর্নবাসিত পরিবারের আনুমানিক ২৮০ জন শিশুকে নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।