admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ
ভালোবাসার সাথে সম্পর্কিত একটি গুরুত্যপূর্ণ অংশ প্রেম। যেটা প্রতিটি মানুষের কাছে মনের উত্তেজনাপূর্ণ আর রহস্যময় আনুভুতি। আবার কিছু ব্যক্তির যৌন আনুভুতির সঙ্গে আবেগিয় বাহিঃপ্রকাশমূলক আনন্দময় অনুভুতি। একটা আকর্ষণের সঙ্গে আবেগ আমদের সাথে যুক্ত।
নবম শ্রেনির একটা ছাত্রী তার নিজের স্কুলের দুটি ছেলের সাঙ্গে প্রেম করতে শুরু করে। আবার ঐ মেয়েটি ফেসবুকে আরোই পাঁচটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে। যারা পাশের স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত তারাই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়ে পরে। প্রথম দিকে কেউ এই বিষয়ে বুজতে পারেনি। কিছুদিন মেয়েটি সবার সঙ্গে প্রেমের বাহানা বানিয়ে খুব আনুন্দ করে। তাদের কাছ থেকে কিছু পরিমান পয়সাও নেয়। এমনটা কয়েক দিন চলতে চলতে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায়।
ফেসবুকের একটি ছেলে যখন তার ফেসবুক প্রোফাইলে ওই মেয়েটির ছবি পোস্ট করে তখন সব ছেলে তা জানতে পারে। তারপর নিজেদের মধ্যে কথা বলে তারা পারিকাল্পনা করে যে মেয়েটিকে কিভাবে শাস্তি দেওয়া যায়। সব ছেলে একসঙ্গে ফেসবুকে মেয়েটিকে লাইভ ভিডিওতে এনে খুব গালিগালাজ করে এবং পরে তারা একসঙ্গে মেয়েটিকে ঘিরে মারধর করে। আহত অবস্থাই মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।