admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
ভারতে বার্ড ফ্লু রোগের সংক্রমণ রোধে সীমান্ত দিয়ে হাঁস-মুরগি প্রবেশ ঠেকাতে চিঠি। বাংলাদেশে যাতে বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার ঘটতে না পারে, সেজন্য সীমান্তবর্তী এলাকা দিয়ে হাঁস-মুরগি ও পাখি জাতীয় প্রাণীর প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা নিতে তিন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। পূর্ব সতর্কতা হিসেবেই এ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানা গেছে।
ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সার্বিক বিষয় বিবেচনায় রেখে বার্ডফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি গ্রহণের কথা বলেছে। সেইসঙ্গে সীমান্তবর্তী এলাকা থেকে যাতে হাঁস-মুরগি এবং পাখি জাতীয় প্রাণী প্রবেশ করতে না পারে, সে বিষয়ে নজর রাখতে স্বরাষ্ট্র, বাণিজ্য এবং নৌ পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্ততরকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, সম্প্রতি প্রতিবেশী এ দেশটির অন্তত ৮টি রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দেশটিতে লাখ লাখ মুরগির মৃত্যু হচ্ছে। সীমান্তবর্তী হওয়ায় স্বাভাবিকভাবেই রোগটি বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই শঙ্কা থেকেই এই পূর্ব সতর্কতা।তিন মন্ত্রণালয়কে চিঠির দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।
তিনি বলছেন, যেহেতু বার্ড ফ্লু ভারতে দেখা দিয়েছে, সেহেতু এই সতর্কতা। তবে এটা খুবই ইনিশিয়াল স্টেজে, পার্শ্ববর্তী কোনো দেশে ডিজিস হলে সব সময়ই মন্ত্রণালয় থেকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। ভারতের অনেক দূরবর্তী রাজ্যগুলোতে এটা দেখা দিয়েছে, যা আমাদের সংলগ্ন না। তার পরও জেনেটিক ডিজিস এবং ট্রান্সবাউন্ডারির কারণে এগুলো যাতে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে এ সময়টাতে আমাদের দেশে কোনো হাঁস-মুরগি বা মুরগির বাচ্চা জাতীয় প্রাণীগুলো যাতে না আসে- সেটা আমরা বলেছি। বাংলাদেশে এখনো এ ধরনের ঘটনা ঘটেনি এবং আমরা আশা করি, এটা ঘটবেও না উল্লেখ করে রওনক মাহমুদ বলছেন, তার পরও আমরা একটু সাবধানতামূলক ব্যবস্থা নিয়ে রাখলাম।