admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ৮:৪০ পূর্বাহ্ণ
ভারতের মিজোরাম রাজ্যে সাবেক স্ত্রী’কে হত্যা করে বৃদ্ধের আত্মঘাতী বিস্ফোরণ! এতদিন শোনা গেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালায়। এ হামলায় অধিকাংশ ক্ষেত্রেই অন্যের মৃত্যুর পাশাপাশি হামলাকারীরও মৃত্যু ঘটে। এবার সাবেক স্ত্রীকে হত্যায় আত্মঘাতী বোমা হামলা চালানোর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মিজোরাম রাজ্যে। রাজ্যটির লুঙ্গলেই জেলায় এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তার সাবেক স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, ৬২ বছর বয়সী রোহমিংলিয়ানা সম্প্রতি লুঙ্গলেই জেলার চানমারী ভেং এলাকায় এ হামলা চালান।
সে সময় তার সাবেক স্ত্রী পাই লালতিয়ানগ্লিমি তার প্রথম সংসারের ৪০ বছর বয়সী মেয়ের সাথে সবজি বিক্রি করছিলেন। অভিযুক্ত রোহমিংলিয়ানা ওই নারীর দ্বিতীয় স্বামী বলে জানা গেছে। প্রায় এক বছর আগে এ দম্পতি পৃথক হয়ে যায়।লুঙ্গলেই জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, সন্দেহ করা হচ্ছে বিস্ফোরণে জেলোটিন ব্যবহার করা হয়েছিল, যা রোহমিংলিয়ানার পোশাকের ভিতরে লুকানো ছিল।
লালতিয়ানগ্লিমির মেয়ে জানান, রোহমিংলিয়ানা তাদের কাছে এসে প্রথমে তার সাবেক স্ত্রীর পাশে বসে তাকে একটি দেশীয় সিগারেট রোল করার অনুরোধ জানায়। এরপর রোহমিংলিয়ানা জ্বরের কারণে মাথা ঘুরে ওঠার অভিযোগ করেন এবং আচমকাই লালথিয়ানগ্লিমিকে জড়িয়ে ধরেন। এর পরপরই সেখানে বেশ জোরে একটি বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত ভিকটিম ও অভিযুক্তকে লুঙ্গলেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এ বিস্ফোরণে লালতিয়ানগ্লিমির মেয়ের কোনো ক্ষতি হয়নি।