admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ৬:৫৯ পূর্বাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টার প্রভাবে ভারতে সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে একদিনের ব্যবধানে আক্রন্ত রোগী শনাক্তের হার ২১ শতাংশ বেড়েছে, যা রাজধানী নয়াদিল্লিতে ৫০ শতাংশে পৌঁছেছে। রোববার এসব তথ্য জানিয়েছে সেদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, বাংলাদেশের লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত শনিবার ৪ হাজার ৫১২ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছে।
রাজ্যটিতে ২০ জনের দেহে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে, বাকিদের বেশিরভাই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার, ৩ জানুয়ারি, থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সুনির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় নামা যাবে না। সন্ধ্যা ৭টার পর বন্ধ হয়ে যাবে ট্রেন চলাচল, সরকারি-বেসরকারি অফিসে অর্ধেক জনবল উপস্থিত থাকতে পারবেন।
প্রশাসনিক বৈঠকগুলো ভার্চ্যুয়ালি করতে বলা হয়েছে। তবে কাল থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। কার্যত রাজধানী কলকাতায় কারফিউ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সরকারি নির্দেশনায় আরো বলা হয়েছে, কলকাতার মেট্রোরেলে যাত্রী বহন করতে হবে ধারণক্ষমতার অর্ধেক। সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। বিউটি পার্লার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
এর আগে ভারতজুড়ে ডেল্টার সংক্রমণের সুনামি বয়ে গেলে কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা পরে শিথিল করা হয়। পূজাসহ বিভিন্ন উৎসবে স্বাস্থ্যবিধি না মানায় ফের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি করা হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৫৩ জন, মারা গেছেন ২৮৪ জন। এ ছাড়া গত নভেম্বর থেকে দেশটিতে প্রায় ১ হাজার ৫২৫ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬০ জন।