শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
দিনাজুরের বোচাগঞ্জ উপজেলার ২ নং-ইশানিয়া ইউনিয়নের সহষপুর গ্রামের বসবাসকারী সাইদুর রহমান (২২) এর স্ত্রী মোছাঃ হাজরা বেগম (১৮) নিজ শয়ন ঘরের বাশের আড়ের সাথে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেছে।
মৃতঃ হাজরা বেগমের স্বামী সাইদুর রহমান জানান, দুপুর আনুমানিক ১২ টার সময় আমার স্ত্রী হাজরা বেগম আমার কাছে ত্বকের দাগ দূর কারি ক্রিম কেনার জন্য ৫ শত টাকা চেয়েছিল। আমি একজন ভ্যান চালক আমার কাছে টাকা ছিল না। আমি দুদিন পরে টাকা দিতে চেয়েছিলাম। আমি বাসা থেকে ভ্যান চালাতে চলে আসার পর, সে অভিমান করে গলায় ফাঁসি লাগি আত্মহত্যা করেছে।
মৃতঃ হাজরা বেগম ঠাকুরগাঁও জেলার মুন্সিপাড়া কসাই বস্তির বসবাসকারী জাহিদুলের মেয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হাজরা বেগমের মরদেহ বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে ছিল। হাসপাতালে বোচাগঞ্জ থানার এসআই ওসীম কুমার উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।