admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ
মোঃ রেজাউল হক রেজু, দিনাজপুরের বোচাগঞ্জে প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌর এলাকার শহীদপাড়ায় একদিনে ৬ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন। তাদের ছাড়পত্র প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস ৬ জনকে হোম ইসোলেশন বাড়িতে চিকিৎসা থেকে ছাড়পত্র দেন করোনা মুক্ত ঘোষণা করেন। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা ভাইরাসের মুক্তির সনদপত্র ও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়াও তাদেরকে পুষ্টিকর খাদ্যসামগ্রী দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কারোনায় আক্রান্ত হওয়ার কিছুদিন পর রোগীদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদের নমুনা নেগেটিভ আসে। তাই স্বাস্থ্য বিভাগের বিধি মোতাবেক তাদেরকে করোনাভাইরাস থেকে মুক্ত ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, বোচাগঞ্জ উপজেলায় আপাততঃ করোনাভাইরাস রোগী সংখ্যা শূন্য। তবে কিছু নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
এখনো রির্পোট আসেনি। ছাড়পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, মেডিক্যাল অফিসার ডা. জীবন কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মো. পিয়ারুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, উপজেলায় মোট ১৭ জন করোনা ভাইরাসের রোগী ধরা পড়ে। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছে। মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে দুই জনের।