admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধাদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে জিয়াউর রহমান ও মি. মোশতাক। সরকার গতকাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নাম রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক আহমেদের নাম। এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। তালিকায় সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রী হিসেবে মোশতাকের নাম রয়েছে।

মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, তালিকায় জিয়াউর রহমানের নাম রয়েছে মুক্তিযাদ্ধা হিসেবে। তিনি যে মুক্তিযুদ্ধ করেছেন, সেটা তো অস্বীকার করা যাবে না। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। খন্দকার মোশতাকের বিষয়ে মোজাম্মেল হক বলেন, মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন তিনি, সেটা অস্বীকার করা যাবে না। তবে তিনি আবার বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত। রায় প্রকাশের আগেই যেহেতু তিনি মারা যান, তাই তার সাজা হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে এটি যার যার অর্জন। তারা মুক্তিযুদ্ধ করেছেন, সেটা কেউ বাতিল করতে পারবে না। তবে তাদের নামের পাশে তাদের অপকর্মসহ যেমন বঙ্গবন্ধুর খুনের সহযোগিতা ও খুনি হিসেবে উল্লেখ থাকবে। মন্ত্রী বলেন, তাদের খেতাব বাতিলের বিষয়ে একটি কমিটি করা হয়েছে। খেতাবটা একটি সম্মান। সম্মান যেকোনো সরকার দিতে পারে, আবার যেকোনো অপরাধের কারণে চাইলে তা বাতিল করতে পারে।