admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ৭:২৭ অপরাহ্ণ
নবীনগর বি-বাড়িয়ার প্রতিনিধিঃ ঐক্য, শান্তি ও মানবতার কল্যাণের স্লোগান নিয়ে লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের পরিবেশ বাচাই গাছ লাগাই, এই স্লোগান নিয়ে বি-বাড়িয়ার নবীনগরের লাউর ফতিপুর ইউনিয়নের প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে।

কিছু উদ্যোগী যুবক প্রায় সময় দেশের ক্লান্তি লগ্নে কাজ করে যাচ্ছে এরি ধারাবাহিকতায় ২০ জুন তারা অত্র এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ফল ও ওষুধী গাছ নিজ হাতে রোপণ করেছেন। তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অত্র এলাকার সকলে। কিছুদিন আগে করোনাভাইরাস এর কারনে কর্মহীন খেটে খাওয়া দুস্থ মানুষদের পাশে দাড়িয়ে তাদের ত্রাণ বিতরণ করেছে। জানা যায় প্রায় বেশ কিছু প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা সব সময় এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং পরর্বতীতেও নিজস্ব অর্থায়নে কাজ করে যাবেন বলে জানা যায়।

তাদের এই মহতি উদ্যোগের জন্য মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে সংগঠেন উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ ভলেন্টিয়া সহ সকলের সম্মিলিত উদ্যোগে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।