admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ
বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে দুই বিষয়ে সতর্কবার্তা। করোনা মহামারির কারণে গার্মেন্টেসের রপ্তানি ও প্রবাসীদের রেমিট্যান্স কমায় বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে। এমন সতর্কবার্তা দেয়া হয়েছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে। ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক নামে সংস্থাটির অর্ধবার্ষিক প্রতিবেদনের জানুয়ারি সংখ্যায় বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি খাত ঝুঁকিতে পড়তে পারে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প থেকে। আর এক কোটির ওপর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের জিডিপির ১২ শতাংশ। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে, করোনার কারণে বাহ্যিক উৎসের ওপর প্রবৃদ্ধি নির্ভর করা দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধার বেশ দুর্বল হবে। গার্মেন্টস খাতের জন্য বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি দুর্বল থাকবে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
করোনাকালে প্রবাসীদের অর্থ বৈধ পথে আসা, সরকারি প্রণোদনা ও অভিবাসীদের সঞ্চিত অর্থ পাঠানোয় ২০২০ সালে বাংলাদেশের রেমিট্যান্স ঊর্ধ্বমুখী ছিল। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে খুব শ্লথ হওয়ায় আগামী দিনগুলোতে রেমিট্যান্সের জন্য ঝুঁকি বাড়বে। এ ছাড়া মহামারির কারণে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংক খাতে বাড়তি চাপ তৈরি হতে পারে। এতে দেউলিয়াত্ব বৃদ্ধির সঙ্গে আর্থিক খাতের ব্যালান্স শিট দুর্বল হবে, বলছে বিশ্ব ব্যাংক।