ডাঃ নুরুল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: গত ৩ মে সকাল ১০ ঘটিকায় বিরামপুর সরকারি কলেজে শিক্ষক মিলনায়তনে শিক্ষক মন্ডলীর মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
আরো উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, সুলতান মাহমুদ নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর দিনাজপুর, ডাঃ নুরুন্নবী মোস্তফা দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান, জেলা শিক্ষা অফিসার, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন , মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল, বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার।
বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদিত্য কুমার অপু জানান, কলেজের শিক্ষার মানোন্নয়নে সার্বিক আলোচনা হয়েছে । কলেজের বিজ্ঞান শাখার পাঁচটি বিষয়ে শিক্ষক পদ শূন্য, শিক্ষার্থীদের উপস্থিতি, কোন কোন বিষয়ে ফলাফল অসন্তোষজনক এ বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন, কলেজের অবকাঠামো উন্নয়ন, সীমানা প্রাচীর সম্পন্ন।
কনফারেন্স রুম,পুরাতন বিল্ডিং টয়লেট থাকায় শ্রেণীকক্ষে দুর্গন্ধ ছড়ানোর কারণে বাহিরে টয়লেট নির্মাণ, ছাত্রাবাসের জন্য আবেদন জানানো হয়েছে। তিনি সব বিষয়গুলি আন্তরিকতার সহিত শ্রবণ করেছেন এবং নোট করেছেন বলে জানান।