admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মডেল মসজিদে ইমাম ,মোয়াজ্জেম নিয়োগ না হওয়ায় মুসল্লীগণ নামাজ পড়া থেকে বঞ্চিত ।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে দর্শনীয় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। গত ফেব্রুয়ারি/২৫ নির্মাণ কাজ সমাপ্তির পর ঠিকাদার মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নুজহাত তাসনিম আওন এর নিকট হস্তান্তর করেন। হস্তান্তরের পর মসজিদে নামাজ পড়া থেকে বঞ্চিত থাকায় মুসল্লীগন ক্ষোভ প্রকাশ করছেন।
মডেল মসজিদের পাশের টিনশেড একটি ঘরে মুসল্লিগণ কষ্ট করে নামাজ আদায় করছেন।মুসল্লিগণ ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান ইমামের মাধ্যমে নামাজ পড়ার দাবি তোলেন। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন জানান, ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত মডেল মসজিদে নামাজ পড়ার সুযোগ নেই এবং নিয়োগকৃত ইমাম ছাড়া অন্য ইমাম দিয়ে নামাজ পড়ার কোন বিধান নেই। তবে ইমাম নিয়োগের জন্য সার্কুলার এর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন, বিরামপুর মুঠোফোনে আরিফুল ইসলাম জানান , বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ বিচ্ছিন্ন করেছেন।