admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমানের মাস্কটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে সরকারি এ বিমান সংস্থাটি। বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হায়।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর ওমান সরকার করোনা মহামারির দ্বিতীয় তরঙ্গের কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ৬ দিন পর রোববার (২৭ ডিসেম্বর) দেশটির সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
ওমান সরকার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ ডিসেম্বর থেকে মাস্কট রুটে ফ্লাইট পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
বিমানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, নিষেধাজ্ঞার কারণে যেসব ফ্লাইট বাতিল করা হয়েছে, সেসব ফ্লাইটের যাত্রীদের বিমানের নিকটবর্তী সেলস অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হলো। অগ্রাধিকারভিত্তিতে ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।