সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
ঢাকা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতিদের স্মরণে সরকার সারাদেশে একদিনের শোক ঘোষণার পর তেঁতুলিয়া উপজেলার সকল স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নির্মিত সহ বিদ্যালয় গুলোতে শিক্ষক শিক্ষার্থীগন বিশেষ দোয়া অনুষ্ঠানে আয়োজন করেছে।
দোয়া অনুষ্ঠানে ঢাকা-মাইল স্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঘুরে দেখা যায় , উপজেলার সিপাহীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ,শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, শালবাহান উচ্চ বিদ্যালয়, ভজনপুর উচ্চ বিদ্যালয়, ভজনপুর ডিগ্রী কলেজ ,মাঝিপাড়া মহিলা ডিগ্রী কলেজ কালান্দী গজ ফাজিল মাদ্রাসা ,শালবাহান দাখিল মাদ্রাসা, মাগুরমারী দাখিল মাদ্রাসা, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়।