admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সাকিব হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শুধুই তাই বয়স্ক ভাতাভোগী ও তাঁর স্ত্রী বিয়ষটি অবগত হওয়ার পর টাকা ফেরত চাইতে গেলে তাদের সাথে অশোভন আচরণ ও মারপিটের হুমকিও দিয়েছে ও যুবক।
এ ঘটনায় ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বয়স্ক ভাতার টাকা ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বয়স্ক ভাতা ভোগীর ছেলে ফইজুল ইসলাম। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় অভিযোগের শুনানী নির্ধারণ করে উভয়পক্ষকে হাজির হতে নির্দেশনা দিয়েছেন। অভিযুক্ত যুবক সাকিব হোসেন উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামের জসির উদ্দীন দীর্ঘদিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছিলেন। করোনা পরিস্থিতি ও ঘরে ঘরে ভাতার টাকা পরিশোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০২১ সালে ভাতা প্রদান কার্যক্রম চালু করলে নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিকাশ একাউন্ট খুলে মোবাইল নম্বর জমা দেন। কিন্ত অভিযুক্ত সাকিব হোসেন কৌশলে ওই বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল নম্বরে বয়স্ক ভাতার টাকা করে নেন এবং প্রায় এক বছরের বেশি সময় ধরে সেই টাকা উত্তোলন করে আত্মসাত করে আসছিলেন।
অভিযোগকারী ফইজুল ইসলাম জানান, ছয়মাসের বেশি সময় ধরে বাবার মোবাইলে বয়স্ক ভাতার টাকা না আসায় আমরা স্থানীয় সমাজসেবা অফিসে যোগাযোগ করি। সেখানে দেখি যে মোবাইল নম্বরটি পরিবর্তন করেছে সাকিব। প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে এ বিষয়ে একাধিকবার বললেও প্রথমে স্বীকার করেনি। পরবর্তীতে স্বীকার করলে বাবা ও মা টাকা ফেরতের জন্য তাদের বাড়ীতে যায়। সেখানে তাদের সাথে অশোভন আচরণ, গালিগালাজ এবং মারপিটের হুমকি দেয়। আমি এ ঘটনার বিচার চেয়ে অভিযোগ দিয়েছি ইউএনও’র কাছে। আশা করছি ন্যায় বিচার পাবো।
অভিযুক্ত সাকিব হোসেন তার ব্যক্তিগত বিকাশ নম্বরে বয়স্ক ভাতার টাকা পেয়ে উত্তোলন করার কথা স্বীকার করলেও ভাতাভোগী জসির উদ্দীন ও তার স্ত্রীর সাথে দুর্ব্যবহারের কথাটি অস্বীকার করেন। শুনানীর বিষয়ে জানতে চাইলে আর কথা বলতে রাজি হননি তিনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার বলেন, নম্বর পরিবর্তনের বিষয়টি অবগত হওয়ার পর ভাতাভোগীর আবেদনের প্রেক্ষিতে পুনরায় তার নম্বর দেওয়া হয়েছে। এখন থেকে ভাতাভোগীর বিকাশ নম্বরে ভাতার টাকা যাবে। অভিযুক্ত ওই যুবককে অফিসে ডাকা হয়েছিল। কিন্ত আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন জানান, অভিযোগের বিষয়টি আগামীকাল সোমবার শুনানী হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।