admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ সবচেয়ে কম প্রাইজমানি বিপিএলে, যা বলছে বিসিবি। প্রিমিয়ার লিগ বা বিপিএলের অষ্টম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা, রানার্সআপ ৫০ লাখ টাকা পাবে। বিসিবির কর্তারা হরহামেশাই বলে থাকেন, বিপিএল বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় টি-২০ লিগ। কিন্তু এমন টুর্নামেন্টের প্রাইজমানি এত কম কেন? এবার দল নিতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিদের নুন্যতম খরচ করতে হচ্ছে ৫ কোটি টাকা। যেটা দিতে হচ্ছে বিসিবি-কে। সবমিলিয়ে তাদের খরচটা ১০ কোটির কাছাকাছি চলে যায়। যদিও উল্টো দিকে তাদের আয় খুব বেশি নয়। কারণ স্পন্সরসহ নানা দিক মিলে তাদের আয় সেই জায়গায় পৌঁছায় না।
টুর্নামেন্ট অনিয়মিত বলে স্পন্সররাও আগ্রহ হারিয়ে ফেলে। তাই আয়ের পথ সীমিত, বাজারও বড় নয়। আইপিএলে চ্যাম্পিয়ন দল সর্বশেষ আসরে পেয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি টাকা। অন্য লিগগুলোর তুলনায় অনেক পিছিয়ে বিপিএল। সিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি প্রায় সাড়ে ৮ কোটি টাকা, পিএসএলে প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং বিগ ব্যাশে প্রায় ৪ কোটি টাকা। সেখানে বিপিএলে মাত্র ১ কোটি টাকা। বিপিএলের প্রাইজমানি ভবিষ্যতে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এবারও দলগুলোর সঙ্গে এক বছরের চুক্তি করেছে বিসিবি।
আগামীতে দীর্ঘমেয়াদী চুক্তি হলে প্রাইজমানি বাড়বে। নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ বলেছেন, আপনারা জানেন, এটা একটা ওয়ান অফ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, যেটা আমাদের আগের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারিত মডিউল ছিল (সেভাবেই হয়েছে)। আগামীতে আমাদের একটা লং টার্ম পরিকল্পনা আছে, যেটা শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।