admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১ ৭:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি হারালো। ঢাকার মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩ রানের জয় পেয়েছে এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি ফরম্যাটে হারালো বাংলাদেশ।
সিলেটের নাসুম আহমেদ চার উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন সাকিব আল হাসান তার ৩৬ রান ও এক উইকেটের জন্য পেয়েছেন সেরা অলরাউন্ডারের পুরষ্কার। ম্যাচের শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। বাংলাদেশের ব্যাটিংএর সময় মনে হচ্ছিল খুব বেশি রান হবেনা এই উইকেটে।
বাংলাদেশ দ্রুত উইকেট হারাতে শুরু করে, ওপেনার নাইমের ৩০ রানের ইনিংসের পর, সাকিব, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ গুরুত্বপূর্ণ রান এনে দেন স্কোরকার্ডে।ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। শুধুমাত্র মিচেল মার্শ ছিলেন অস্ট্রেলিয়ার আশা, তিনি নাসুম আহমেদের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান। মুস্তাফিজুর রহমান চার ওভারে দেন মাত্র ১৬ রান, দুটো উইকেট নেন তিনি।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।