admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলা দেখতে টিকিট প্রত্যাশীদের স্টেডিয়ামে উপচেপড়া ভিড়। করোনার কারণে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। দীর্ঘ ২১ মাস পর আবারো আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলা দেখা যাবে গ্যালারিতে বসে। ঘরের মাঠে দর্শক ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে।
গ্যালারিতে বসে খেলা দেখতে টাইগার সমর্থকরা টিকিট নিতে মিরপুরে ভিড় জমিয়েছেন। ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেয়া হচ্ছে না এবার, সঙ্গে রয়েছে শর্তও। করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার সনদ দেখিয়ে টিকিট নেয়ার বাধ্যবাধকতা থাকলেও বুথে সমর্থকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল ৯টায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার আগেই ৬টা থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে সমর্থকদের। টিকিট থাকা সাপেক্ষে পাওয়া যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
টিকিট বিক্রয়ের ধরন নিয়ে বরাবরের মতো অভিযোগের যেন শেষ নেই টাইগার সমর্থকদের। তারা বলছেন, এক একজন অন্তত ২টি টিকিট কিনতে চাইলেও ১টির বেশি দেয়া হচ্ছে না। এ ছাড়া বুথ ১টি হওয়ায় টিকিট পেতে দীর্ঘ লাইনের ঝামেলা তো রয়েছেই। পুরুষ সমর্থকদের চেয়ে নারীদের লাইন ছোট হওয়ায় একটি টিকিট পাওয়ার পর আবারো লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে অনেককে। এভাবে চক্রাকারে ঘুরে এক একজনকে একাধিক টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।
মোট ৫ ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হচ্ছে, যা সর্বোচ্চ ১০০০ টাকা থেকে সর্বনিম্ন ১০০ টাকায় মিলছে। এর মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারিতে ১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি টিকিট।