admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করেছে বাংলাদেশ। যেটা কুড়ি ওভারের ক্রিকেটে যৌথভাবে ব্ল্যাক ক্যাপসদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে ১৬.৫ ওভারেই গুটিয়ে গেছে টম লাথামের দল। এর আগে টাইগারদের ঢেরায় অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫.৩ ওভারে ৬০ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।
সফরকারীদের হয়ে সমান ১৮ রানের ইনিংস খেলেন টম লাথাম এবং হেনরি নিকোলাস। দুইজনই একটি করে বাউন্ডারি মেরেছেন। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।বাংলাদেশের হয়ে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদের শিকার দুটি করে উইকেট।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৬০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে সমান ১৮ রানের ইনিংস খেলেন টম লাথাম এবং হেনরি নিকোলাস। দুইজনই একটি করে বাউন্ডারি মেরেছেন।
বাংলাদেশের হয়ে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদের শিকার দুটি করে উইকেট।
০৬:১০ দলকে লক্ষ্যে রেখে ফিরলেন সাকিব: দলীয় ৭ রানে মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। রচির রবীন্দ্রর বলে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই তারকা ক্রিকেটার। তার আগে ২৫ রান করেন সাকিব।
০৫:৪৫ নাঈমের পর ফিরলেন লিটন: ৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে মোহাম্মদ নাঈম শেখকে হারায় বাংলাদেশ। এক সিরিজ পর দলে ফেরা লিটন কুমার দাসও কিছু করতে পারলেন না। এজাজ প্যাটেলের বলে টম লাথামের হাতে ক্যাচ দেওয়ার আগে মাত্র ১ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
মোস্তাফিজ-সাকিবদের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দিয়েছে নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে সমান ১৮ রানের ইনিংস খেলেন টম লাথাম এবং হেনরি নিকোলাস। দুইজনই একটি করে বাউন্ডারি মেরেছেন।
বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৬.৫ ওভারে ৬০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদের শিকার দুটি করে উইকেট।
মোস্তাফিজের জোড়া আঘাত, অলআউটের পথে নিউজিল্যান্ড: হেনরি নিকোলাসের বিদায়ের পর ক্রিজে আসেন এজাজ প্যাটেল। বেশি কিছু করতে পারলেন না। মোস্তাফিজুর রহমানের শিকার হওয়ার আগে মাত্র ৩ রান করেন প্যাটেল। একই ওভারে ডাগ ব্রেসওয়েলকেও সাজঘরের পথ দেখিয়েছেন মোস্তাফিজ।
৬ উইকেট হারিয়ে কাদের কিনারায় নিউজিল্যান্ড: ৯ রানে ৪ উইকেটে হারানোর পর হেনরি নিকোলাসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন টম লাথাম। দলের বিপদের দিনে কিছুই করতে পারলের না। মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হয়ে ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফিরলেন সফরকারী দলপতি।
সাকিব আল হাসানের করা পরের ওভারেই আউট হয়েছেন কোল ম্যাককঞ্চি। মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি ম্যাককঞ্চি।
বিধ্বস্ত নিউজিল্যান্ড: টম ব্রান্ডেল, রচিন রবীন্দ্র, উইল ইয়ং কিংবা কলিন ডি গ্রান্ডহোম, বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেন পারেনি কেউ। এই রিপোর্ট লেখা পযন্ত ২২ রানে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম ১১ ও হেনরি নিকোলাস ৩ রানে অপরাজিত আছেন।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে স্বাগতিকদের আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন কিউইদের অধিনায়ক টম লাথাম।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।