admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ দল আত্মবিশ্বাসের ফুল ফুটিয়ে ক্রাইস্টচার্চে। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বয়ে এনেছে বাংলাদেশ শিবিরে। এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশনে দ্বিতীয় ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে মমিনুল হক এন্ড কোং। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগামী ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। যেটা যেকোন ফরম্যাটে কিউইদের মাটিতে টাইগারদের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত প্রথম টেস্টে দলীয় পারফরম্যান্সে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন এবাদত হোসেন। দুই ইনিংস মিলিয়ে মোট সাত উইকেট নিয়েছেন সিলেটর এই ডানহাতি পেসার। সেই সুবাদে মাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে বাংলাদেশের পেসাররা জিমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। দ্বিতীয় টেস্টের ভেন্যুর শহরে যাওয়ার আগে উজ্জীবিত দেখা গেছে সফরকারী দলের সাবইকে। আসন্ন ম্যাচটির আগে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
গণমাধ্যমকে বাংলাদেশ দলের ট্রেইনার ট্রেভর লি বলেন, বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। প্রথম ম্যাচের ফলাফল ও খেলোয়াড়দের চেষ্টা নিয়ে সবাই অনেক খুশি। আগামী দুই দিন ছেলেরা দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলন করবে। বিমানে চড়ার আগে ফাস্ট বোলাররা জিম করেছে। আগামীকাল থেকে সবাইকে প্রস্তুত করে তোলার কাজ করবো।