admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৮:৩৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ রানার্সআপ হয়ে সুপার-১২পর্বে গ্রুপ-১ এ জায়গা হয়েছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ৮৪ রানের ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে সুপার-১২ এ কোন গ্রুপে অবস্থান হবে তা জানতে নজর রাখতে হয়েছিল ওমান বনাম স্কটল্যান্ড ম্যাচের দিকে। বৃহস্পতিবার রাতের এ ম্যাচে ওমানের বিরুদ্ধে ৮ উইকেটের জয় পেয়েছে স্কটল্যান্ড। এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্কটিশরা। অপরদিকে বাংলাদেশ হয়েছে রানার্সআপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ।
রানার্সআপ হওয়ায় সুপার-১২ পর্বে গ্রুপ-১ এ জায়গা হয়েছে বাংলাদেশের। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম রাউন্ডে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল। আগামী ২৪ অক্টোবর শারজায় মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। সূচি অনুযায়ী আবুধাবিতে ২৭ অক্টোবর ইংল্যান্ড, শারজায় ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, আবুধাবিতে ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা, দুবাইয়ে ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।
এর আগে যদিও বাংলাদেশকে বি-১ ধরা হবে বলে জানিয়েছিল আইসিসি। পরে রাতারাতি টুর্নামেন্টের চতুর্থ দিনে নিয়ম পরিবর্তন করে আয়োজকরা। বি-১ হলে বাংলাদেশের অবস্থান হতো সুপার-১২ পর্বে গ্রুপ-২ এ। তেমনটা হলে বাংলাদেশকে খেলতে হতো ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের এ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে।