admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
তানিয়া পারভিন তামান্না, স্টাফ রিপোর্টার ঢাকাঃ কাঁধের ইনজুরির কারণে শনিবার বাংলাদেশের মাটিতে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি এবং তার জায়গায় দলে এসেছেন ওমরান মালিক। রোববার ঢাকায় সিরিজ শুরু হওয়ার একদিন আগে সফরকারী দল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় শামি কাঁধে চোট পেয়েছেন।
মালিক ২৩ বছরের একজন যুবক দ্রুতগতির সম্ভাবনা যিনি এই বছর ভারতে অভিষেকের পর থেকে তিনটি ওয়ানডে এবং যতগুলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে সিরিজে অনুপস্থিত থাকায় বাংলাদেশের নিজস্ব ইনজুরি নিয়ে উদ্বেগ রয়েছে।
লিটন দাস হোম দলের অধিনায়কত্ব করবেন যিনি রবিবারের ম্যাচে পিঠে চোট পাওয়ায় তাসকিন আহমেদের খেলাও মিস করবেন। রোহিত শর্মা ও তার দলের সদস্যদেরও বাংলাদেশে দুটি টেস্ট খেলবেন বলে জানা গেছে।