admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২১ ৮:২৬ পূর্বাহ্ণ
ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধে বিটিআরসির নির্দেশ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাবজি, ফ্রি ফায়ারসহ অন্যান্য ক্ষতিকর অনলাইন গেম বন্ধের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে যেসব গেম ও অ্যাপ বন্ধ করা সম্ভব নয়, সেগুলো বন্ধে তাদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। মঙ্গলবার দিবাগত রাতে তিনি বলেন, এ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশ আমরা হাতে পেয়েছি।
নির্দেশনা হাতে পাওয়ার পর মঙ্গলবার সংশ্লিষ্টদের ব্যবস্থা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি ক্ষতিকর অ্যাপগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। সবগুলো হয়তো বন্ধ করা সম্ভব হবে না। তবে যেগুলো করা যাবে না, সেগুলোর বিষয়ে তাদের কার্যালয়কে চিঠি দিয়ে বন্ধের কথা কথা বলা হবে।
এক প্রশ্নের জবাবে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, আমাদের পক্ষ থেকে তো আমরা নির্দেশ দিয়েছি। এখন কারিগরি বিষয়ের ওপর নির্ভর করছে যে কখন থেকে এগুলো বন্ধ করা সম্ভব হবে।এর আগে গত ১৬ আগস্ট এক রিটের পরিপ্রেক্ষিতে ক্ষতিকারক অনলাইন গেমের সব ধরনের লিংক বা ইন্টারনেট গেটওয়ে তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত ২৪ জুন মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি দায়ের করা হয়।